বিদেশের খবর: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে নিরাপত্তা বৈঠক বাতিল করেছে চীন। অক্টোবর মাসেই এ বৈঠক হওয়ার কথা ছিল। নিউইয়র্ক টাইমস, এনডিটিভি।
রবিবার চীননীতি নিয়ে কাজ করা মার্কিন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ খবর জানিয়েছেন। তিনি জানান দুই দেশের মধ্যে পরবর্তী নিরাপত্তা বৈঠক কবে হবে তা এখন আর নিশ্চিত নয়।
ওই কর্মকর্তা বলেন, ‘সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি, অস্ত্র বিক্রি বাণিজ্য বিরোধ ইত্যাদি বিষয়ে নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতির কারণে বৈঠকটি বাতিল করা হয়েছে কিনা তা নিশ্চিত নয়।’
গেল কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে। ধীরে ধীরে বাড়ছে এ যুদ্ধের আওতা। ইতিমধ্যে উভয়পক্ষ একে অন্যের পণ্যের ওপর ২৫ শতাংশ করে শুল্ক আরোপ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘উদ্বেগ বাড়ছে, যা উভয় দেশের জন্যই বিপদজনক পর্যায়ে রূপ নিতে পারে।’
চীন-যুক্তরাষ্ট্র নিরাপত্তা বৈঠক বাতিল
পূর্ববর্তী পোস্ট