খেলার খবর: আজ শুক্রবারাই আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল জাতীয় দলের দুই তরুণ ক্রিকেটার সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুনের। কিন্তু তাদের আর যাওয়া হচ্ছে না। কারণ তাদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই দুই ক্রিকেটারের এনওসি না পাওয়ার পেছনে জাতীয় দলের আসন্ন ব্যস্ত সূচিই একমাত্র কারণ হিসেবে জানিয়েছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। এ মাসের শেষ থেকে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি হোম সিরিজের পর বিপিএল। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর। এসব কারণেই তাদেরকে বিদেশি লিগ খেলার অনুমতি না দিয়ে জাতীয় লিগে মনযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
এপিএলে কান্দাহার নাইটসের হয়ে খেলার কথা ছিল সৌম্য-মিঠুনের। কান্দাহার নাইটসের সঙ্গে দুজনেরই ২০ হাজার ডলারের (১৬ লাখ টাকা) চুক্তি। কিন্তু অনুমতি না পাওয়ায় এপিএলের ভাবনা মাথা থেকে ঝেড়ে বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান আপাতত মনোযোগ দিচ্ছেন জাতীয় লিগে। এপিএলে খেলার কথা ছিল তামিম ইকবাল ও মুশফিকুর রহিমেরও। দুজন অবশ্য চোটে পড়ে আপাতত বিশ্রামে।
এপিএল খেলার অনুমতি পেলেন না সৌম্য-মিঠুন!
পূর্ববর্তী পোস্ট