বিনোদনের খবর: নাগরিক ঐক্য পার্টি থেকে এমপি পদে নির্বাচন করতে যাচ্ছেন অমিত হাসান। আর তাই নির্বাচনী প্রচারণার জন্য সমাবেশের আয়োজন করেছে দলটি। যেখানে উপস্থিত ছিলেন, অমিত হাসান। তবে এসব কিছুই তার নতুন চলচ্চিত্র ‘একটু প্রেম দরকার’ ছবির জন্য।
সোমবার (৮ অক্টোবর) বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লক্সের সামনে স্টেজ বানিয়ে চলে সমাবেশের শুটিং। শাহিন সুমনের পরিচালনায় নির্মিতব্য এই ছবিটির নাম প্রথমে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ রাখা হয় পরবর্তীতে তা বদলে রাখা হয় ‘কালপ্রিট’। পরপর দুইবার নাম বদলে এখন চূড়ান্ত ভাবে রাখা হয়েছে ‘একটি প্রেম দরকার’।
ছবিটিতে এমপি চরিত্রে অভিনয় করবেন অমিত হাসান। তিনি বলেন, ‘ছবিটিতে আমি একজন এমপি পদপ্রার্থী। আমি নাগরিক ঐক্য নামের একটি দল থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আজ সোমাবার (৮ অক্টোবর) এই সিকুয়ন্সের শুটিং চলছে।’
এদিকে নির্মাতা জানান, আমরা এখন ঢাকায় ছবির শুটিং করছি। আগামী সপ্তাহ পর্যন্ত টানা শুটিং করব। এরই মধ্য দিয়ে আমাদের প্রথম পর্যায়ের শুটিং শেষ হবে। সিক্যুয়েন্সের শুটিং করেছি এত দিন। ফাইট আর গানের শুটিং ছাড়াও বেশ কিছু সিক্যুয়েন্সের কাজ বাকি থাকবে। চলতি মাসে আমাদের এই ছবির শুটিং আর হবে না। প্রথম পর্যায়ের শুটিং শেষ করার পর দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করতে আমাদের কিছুদিন সময় লাগবে। আশা করি, আগামী মাসে আমরা দ্বিতীয় পর্যায়ের শুটিং শুরু করতে পারব।
‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিবের সঙ্গে আছেন শবনম বুবলী ও নবাগতা নায়িকা মৃদুলা।
নির্বাচন করবেন অমিত হাসান
পূর্ববর্তী পোস্ট