আব্দুল আলিম, স্টাফ রিপোর্টার
মঙ্গলবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় করেছেন, সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। তিনি প্রথমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান। এ সময় তিনি সরকারের সেবা সমূহ তুলে ধরে বলেন, গণমাধ্যমকর্মীদের উন্নয়নকল্পে সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডে ২০ কোটি টাকা প্রদান করেছেন, বর্তমান সরকারের উন্নয়ন প্রচারে গনমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে, এছাড়াও স্কুল কলেজ সরকারিকরণ, সড়কের উন্নয়ন , সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন স্কেল দ্বিগুণ, চিকিৎসা ভাতা , শিক্ষা ভাতা, বৈশাখী ভাতা, মাতৃকালীন ছুটি ৪ মাস থেকে ৬ মাস করা, গৃহ নির্মাণ ঋণ, মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করা , বিধবা ভাতা প্রদান করা, প্রতিবন্ধীদের ভাতা, বেকার যুবকদের ঘরে ঘরে চাকরির জন্য ন্যাশনাল সার্ভিস চালু, ঘরে ঘরে বিদ্যুৎ, সোলার প্যানেল বিতরণ, গর্ভকালীন ভাতা,খোলাবাজারে ১০ টাকা মূল্যের চাউল বিক্রয়, অসহায় মহিলাদের বিনামূল্যে ভিজিডির চাল বিতরণ সহ সরকারের অসংখ্য উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সাহাবুল আলম, শ্যামনগর উপজেলা প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ , শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অসীম জোরদার, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শুকুর আলী, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, মুন্সিগঞ্জ সাবেক ইউপি চেয়ারম্যান অসিম মৃধা, কৈখালী সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম, কালিগঞ্জ ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল কুমার মুখার্জি, প্রভাষক মোশারফ হোসেন, অলিউর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান, ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, শেখ রাসেল পরিষদের সভাপতি রহমত আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি এস কে সিরাজ, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, কালীগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কাওসার তুহিন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারন সম্পাদক আমজাদ হোসেন মিঠু।
এছাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের কর্তব্যরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন স্তরের সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।