খেলার খবর: তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নাটকীয় ধসে পাকিস্তানের কাছে ৪৭ রানে হেরেছে নিউ জিল্যান্ড। ২৭ বলের মধ্যে মাত্র ২৩ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে কিউইরা।
১৬৭ রানের লক্ষ্য তাড়ায় ১৬ ওভার ৫ বলে ১১৯ রানে থমকে যায় নিউ জিল্যান্ডের ইনিংস।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টস জিতে ব্যাট করতে নেমে ১৬৬ রান করে পাকিস্তান। ওপেনার ফখর জামান করেন ১১ রান। অপর ওপেনার বাবর আজম সাজঘরে ফিরেন ৭৯ রান করে। ৯ বলে তিন চারে ১৯ রান করেন শোয়েব মালিক। হাফিজ ৩৪ বলে অপরাজিত থাকেন ৫৩ রানে।
জবাবে ১৩ রানের মধ্যে কলিন মানরো ও ডি গ্র্যান্ডহোমকে হারিয়ে চাপে পড়ে নিউ জিল্যান্ড। ৮৩ রানের জুটিতে ম্যাচের চিত্রটা পাল্টে দেন উইলিয়ামস ও ফিলিপস। তিন বলের মধ্যে দুই জনকে ফিরিয়ে পাকিস্তানকে খেলায় ফেরান শাদাব খান।
এরপর সেই ধস। ২৭ বলের মধ্যে মাত্র ২৩ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। পকিস্তানের পক্ষে শাদাব ৩ উইকেট নেন।