মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা অফিসার্স ক্লাবে শহরের ১০০ দরিদ্র পরিবারের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায় দুস্থদের মাঝে কম্বল তুলে দেন সাতক্ষীরা লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পত্মী মিসেস সেলিনা আফরোজ। এসময় তিনি বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও অসহায়, দুস্থ শীতার্ত মানুষের কষ্ট ঘোচাতে লেডিস ক্লাবের উদ্যোগে ১০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। আমাদের সমাজে যেমন হতদরিদ্র মানুষ আছে তেমনি বিত্তবান মানুষও আছে। দরিদ্র মানুষের শীতের কষ্ট উপলদ্ধি করে সমাজের বিত্তবানেরা যদি তার আশপাশের মানুষের কষ্টে সামান্যতম সহযোগিতা করে, তবেই সমাজের এসব অসংগতি দূর করা সম্ভব। সমাজের অসহায় ও দুস্থ পরিবারের কল্যাণে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।’ এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা লেডিস ক্লাবের সদস্য স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পত্মী সেলিনা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্মী মিসেস রঞ্জনা ম-ল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা কাওছার, রুমানা আহমেদ, জাহানারা খাতুন, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির খাজা সাহাবুদ্দিন, সদর ভূমি অফিসের নায়েব কান্তিলাল সরকার ও আজিজ হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা কাওছার।
পূর্ববর্তী পোস্ট