বিদেশের খবর: ভারতের তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় গাজায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। দেশটির পক্ষ থেকে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গতকাল তামিলনাড়ুর নাগাপট্টিনম থেকে ৪৮০ কিলোমিটার এবং চেন্নাই থেকে ৪১০ কিলোমিটার দূরে ছিল গাজার অবস্থান। গত কাল থেকেই তুমুল বৃষ্টি ও ঝড় শুরু হয় তামিলনাড়ুতে।
এরপর বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর নাগাপট্টিনম, তিরুভারুর এবং তাঞ্জাভুরে আছড়ে পড়ে গাজা। ওই সমস্ত এলাকা আগেই ফাঁকা করে দেওয়া হয়েছিল। দুর্ঘটনা এড়াতে প্রায় এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়ে।
এর মধ্যে ৫ জন দেওয়াল চাপা পড়ে এবং ১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। অন্য পাঁচ জনের মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এছাড়া গাজার ফলে এসব অঞ্চলের যান চলাচল ও বৈদ্যুতিক অবস্থা বন্ধ হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে নিরাপত্তা ও বিভিন্ন সংস্থার কর্মীরা।