খেলার খবর: চট্টগ্রামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ।
জীবন পেলেন ইমরুল
টেস্ট দলে জায়গা নড়বড়ে হয়ে যাওয়া ইমরুল কায়েস জীবন পেলেন। দ্বিতীয় স্লিপে বাঁহাতি এই ওপেনারের ক্যাচ ছাড়লেন রোস্টন চেইস। কেমার রোচের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বল পুশ করতে চেয়েছিলেন ইমরুল। ব্যাটের কানায় লেগে আসা সহজ ক্যাচ মুঠোয় জমাতে পারেননি চেইস। সে সময় ৩ রানে ব্যাট করছিলেন ইমরুল।
শূন্য রানে আউট সৌম্য
এক বছর পর টেস্টে খেলতে নেমে সৌম্য সরকার টিকলেন মাত্র দুই বল। প্রথম ওভারে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙলেন কেমার রোচ।
রাউন্ড দা উইকেট বোলিং করা ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে চেয়েছিলেন সৌম্য। সুইং করে বেরিয়ে যাওয়া বল বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার শেন ডাওরিচের গ্লাভসে।
শূন্য রানে ফিরেন সৌম্য। ১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে ইমরুল কায়েসের সঙ্গী মুমিনুল হক।
দুই পেসার, দুই স্পিনার নিয়ে উইন্ডিজ
বাংলাদেশ খেলছে চার স্পিনার ও এক পেসার নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ একাদশ সাজিয়েছে দুই জন করে পেসার ও স্পিনার দিয়ে। স্পিন আক্রমণে লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর সঙ্গী বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। দলের দুই পেসার হলেন শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শেই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শেন ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ।
খেলছেন সাকিব, নাঈমের অভিষেক, ফিরলেন সৌম্য
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্টে খেলা বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন। অভিষেক হচ্ছে নাঈম হাসানের। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ওপেনার সৌম্য সরকার। সেই টেস্টে খেলা লিটন দাস নেই স্কোয়াডেই। একাদশ থেকে বাদ পড়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও অলরাউন্ডার আরিফুল হক।
চার স্পিনার, এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একমাত্র পেসার মুস্তাফিজুর রহমান।
অফ স্পিনার নাঈম ও বাঁহাতি স্পিনার সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান।