দেশের খবর: ঢাকার কেরানীগঞ্জ থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ ১৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রবিবার বিকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সেই সঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় নাশকতার মামলার অভিযোগপত্র আমলে নেয়ার দিন ধার্য ছিল আজ। কিন্তু আমানসহ ১৬২ জন আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন দাখিল করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এই মামলায় মোট আসামির সংখ্যা ১৬৯। এর মধ্যে ৭ জনের অব্যাহতির জন্য আবেদন করেন। সেই বিষয়ে আদেশ এখনও দেয়নি আদালত।
২০১৭ সালের ২ জুন ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। মামলার অন্যতম আসামি হলেন আমানউল্লাহ আমান, নাজিমুউদ্দিন, শহীদ, ইকবাল হোসনসহ প্রমুখ।