দেশের খবর: ঋণ খেলাপির অভিযোগে পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।
জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, সোস্যাল ইসলামী ব্যাংক ঢাকার গুলশান শাখায় ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে নির্বাচিত হয়েছিলেন।
রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল
পূর্ববর্তী পোস্ট