রাজনীতির খবর: জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে অপসারণ করে রুহুল আমিন হাওলাদারকে নিজের বিশেষ সহকারী নিয়োগ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার (৮ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করেন।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রুহুল আমিন হাওলাদার পার্টির চেয়ারম্যানের অনুপস্থিতিতে সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। তার পদমর্যাদা হবে চেয়ারম্যানের পরে দ্বিতীয় স্থানে। হাওলাদার একইসঙ্গে প্রেসিডিয়াম সদস্য হিসেবেও আছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন এরশাদ। অবিলম্বে তা কার্যকর হবে।