গত ১৩ জানুয়ারি শুক্রবার দিনগত রাতে সাতক্ষীরা শহরের রাধা নগর সড়কে নিউ আধুনিক জুয়েলার্সে দূঃসাহসিক চুরির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখা। রোববার দুপুরে শহরের শহিদ নাজমুল স্মরণি রোডস্থ খান মার্কেটের সামনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকুমার দাস, মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. অনিত মুখার্জী, বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলু, প্রাক্তন সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সাংগঠনিক সম্পাদক গৌরপদ রায়, দপ্তর সম্পাদক রায় দুলাল চন্দ্র, স্বর্ণ শ্রমিক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র মজুমদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিউ আধুনিক জুয়েলার্সে চুরি যাওয়া মালামাল দ্রুত উদ্ধার করতে হবে। জেলার জুয়েলার্সের দোকান গুলোতে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে গত ইং-১৩ জানুয়ারি দিবাগত রাতে রাধা নগর সড়কে সুভাষ চন্দ্র রায়ের নিউ আধুনিক জুয়েলার্সের স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির প্রতিবাদে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বরাবর একটি স্মারকলিপি দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু।
পূর্ববর্তী পোস্ট