খেলার খবর: চলতি মাসের শুরুতেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানানো ভারতের তারকা খেলোয়াড় গৌতম গম্ভীর আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সমন অগ্রাহ্য করা এবং আদালতে হাজির না হবার কারণে বুধবার (১৯ ডিসেম্বর) ভারতের একটি আদালত এ পরোয়ানা জারি করে।
ভারতের গাজিয়াবাদের উন্দ্রপুরী এলাকায় একটি রিয়েলস্টেট কোম্পানির ব্রান্ড অ্যাম্বাসেডর ছিলেন গৌতম। ওই কোম্পানির জালিয়াতির কারণে গ্রেফতার হতে হচ্ছে তাকে।
রুদ্র বিল্ডওয়েল রিয়েলটি প্রাইভেট লিমিটেড এবং এইচ আর ইনফারসিটি প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠান ২০১১ সালে একটি প্রকল্পটি শুরু করে। ওই প্রকল্পে ফ্ল্যাট কিনেছিলেন কিন্তু ফ্লাট বুঝে পায়নি এমন ১৭ জন ব্যক্তি আদালতে মামলা করেন। তাদের মামলার প্রেক্ষিতে প্রতিষ্ঠানে দুই শীর্ষ কর্মকর্তা মুকেশ খুরানা ও গৌতম মেহেতার সঙ্গে ব্যান্ড অ্যাম্বাসেডর গৌতম গম্ভীরকেও সমন জারি করা হয়।
কিন্তু গৌতম আদালতের সমনে গুরুত্ব দেননি এবং হাজির হননি। ফলে বুধবার স্থানীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনীশ খুরানা গ্রেফতারি পরোয়ানা জারি করেন।