অনলাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনলাইনে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর দায়ে আট জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর চেষ্টা করছিল।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এএসপি মিজানুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা অব্যাহত রেখেছে। তাদের ওপর নজরদারির ভিত্তিতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকা থেকে মোট ৮ জনকে আটক করা হয়েছে।
পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
অনলাইনে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর দায়ে আটক ৮
পূর্ববর্তী পোস্ট