অনলাইন ডেস্ক: বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। তার নিজেরও প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মনোনয়নপত্র না কিনে দলীয় প্রচারণায় অংশ নেন। আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনে নিজের ভোট দিতে ভুলেননি সদ্য ওমরাহ হজ করে আসা সাকিব। সেই ভোট প্রদানের ছবি প্রকাশ করেছেন সোশ্যাল সাইট ফেসবুকে।
ব্যালট বাক্সে ব্যালট পেপার অন্তর্ভুক্ত করার একটি ছবি সংযুক্ত করে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজ থেকে দেওয়া এক পোস্টে সাকিব লিখেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।ছবির সাথে সংযুক্ত ক্যাপশন থেকে এটি স্পষ্ট- সাকিব ভোট দিয়েছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগকে।
এর আগে গত ১০ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছিলেন সাকিব। উল্লেখ্য, আজ রবিবার বিকাল ৪টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। এখন চলছে ভোট গণনা। সারাদেশে বড় কোনো সংহিসতা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ।