স্পোর্টস ডেস্ক: স্লো ওভার রেটের অপরাধে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। একইসঙ্গে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে ডু প্লেসিসকে।
আইসিসির ২.২২.১ এর ধারা অনুযায়ী কোনো দল যদি নির্ধারিত সময়ের মধ্যে কম বোলিং করে তথা স্লো ওভার রেটে ধরা পড়ে তাহলে পুরো দলকে ম্যাচ ফির ১০ শতাংশ এবং অধিনায়ককে ২০ শতাংশ জরিমানা করা হয়। এমনকি ১২ মাসের মধ্যে একই ভুল দ্বিতীয়বার করলে অধিনায়ককে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা করা হয়। সে আইনেই ধরা পড়লেন ডু প্লেসিস।
জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেলেও বল করতে নির্ধারিত সময়ের বেশি সময় নেন প্রোটিয়া বোলাররা। কারণ পাকিস্তানি ব্যাটসম্যানদের বিপক্ষে পেস নির্ভর বোলিং আক্রমণ সাজিয়েছিল স্বাগতিকরা। ম্যাচের দুই ইনিংস মিলে ১২২ ওভার বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার পেসাররা।