দেবহাটা প্রতিনিধি: উপজেলা পরিষদের সাম্ভব্য প্রার্থী হয়ে লড়তে চান পারুলিয়ার প্রিয়াংকা রানী। বর্তমান সে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী পরিষদের সদস্য। পারুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে দলীয় মনোয়ন পেতে কাউন্সিলর ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করতে মাঠে নেমেছেন তিনি। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের অবস্থান ধরে রাখতে গণসংযোগ অব্যাহত রেখেছেন। একই সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে এবং নির্বাচনে জয়লাভ করতে সকলের আশির্বাদ ও সমর্থন কামনা করেছেন প্রিয়াংকা রানী। তিনি নির্বাচিত হলে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইফটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে কাজ করবেন বলে জানিয়েছেন। এছাড়া নারীদের অধিকার বাস্তবায়নে পূর্বের ন্যায় লড়াই করে যাবেন তিনি।
দেবহাটার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রিয়াংকা
পূর্ববর্তী পোস্ট