নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন নির্মাণের জন্য নিজের রেকর্ডীয় সম্পত্তি দান করছেন মুক্তিযোদ্ধা আব্দুল গফুর। রোববার সকালে আলীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ মাহমুদপুর মৌজার এস এ খতিয়ান ২৩৭৮৪, এস এ দাগ ৩০২২, ডি পি খতিয়ান ৭৯১ ও ডি পি দাগ ২৪২৮ নং এর ৪৯ শতক সম্পত্তি মধ্যে দানকরা প্রায় সাড়ে ৭কাঠা সম্পত্তিতে সাইনবোর্ড স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, আলীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, জমিদাতা মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, আলীপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। এসময় জমিদাতা আব্দুল গফুর বলেন,মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার মর্যাদা অক্ষুন্ন রাখতে এবং পরবর্তী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানাতে উক্ত জমিতে নির্মিত হবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, লাইব্রেরি স্থাপন হবে। এছাড়া সন্তান কমান্ডের কার্যালয়সহ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হবে। এ উদ্দেশ্যে আমি আমার রেকর্ড সাড়ে ৭ কাঠা জমি মুক্তিযোদ্ধা সংসদের নামে দান করেছি।
মুক্তিযোদ্ধা সংসদের নামে জমি দান করলেন মুক্তিযোদ্ধা আ: গফুর
পূর্ববর্তী পোস্ট