নিজস্ব প্রতিবেদক : ‘সাতক্ষীরায় জলবায়ু অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জন অংশ গ্রহণে জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সুশাসন-কেন কিভাবে ও করণীয় শীর্ষক মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি ড. দিলারা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল বিষয় উপস্থাপন করেন টিআইবি’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মু. জাকির হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন পওর সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, জেলা তথ্য অফিসার শাহানওয়াজ করিম, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, স্বদেশ এনজিও’র নির্বাহী পরিচালক মাধব দত্ত, জ্যোন্সা দত্ত, সুশীলনের সিনিয়র প্রোগ্রামার জি.এম মনিরুজ্জামান, অপরেশ পাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সনাক সদস্য তৈয়েব হাসান।
পূর্ববর্তী পোস্ট