খেলার খবর: টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে তামিম ইকবালের পাশে বসেছেন সৌম্য সরকার। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে অসাধারণ সেঞ্চুরিটির পথে সিনিয়র সতীর্থকে ছোঁন বাঁহাতি এ ব্যাটসম্যান।
সৌম্যর সামনে সুযোগ ছিল রেকর্ড ভাঙার। টিম সাউদির একটি শর্ট বল নতুন রেকর্ড গড়তে দেয়নি। তবে সাউদি রেকর্ড স্পর্শ করাও থামাতে পারেননি। টাইগার জার্সিতে টেস্টে ৯৪ বলে সেঞ্চুরির রেকর্ড এখন তাই যৌথভাবে তামিম ও সৌম্যর।
তামিম দেশিয় কীর্তিটি গড়েছিলেন ২০১০ সালে, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। রেকর্ড গড়ে সেঞ্চুরিতে পা রেখেছিলেন ৯৪ বলে।
সৌম্য এদিন ৫১ বলে ৩৯ রানে দিন শুরু করেন। বোল্টের এক ওভারে চার-ছক্কার ফুলঝুরি ছড়িয়ে ফিফটি তুলে নেন ৬০ বলে। পরের ফিফটি পেতে খরচ করতে হয়েছে মাত্র ৩৪ বল। শেষঅবধি সাজঘরে ফিরেছেন ১৭১ বলে ১৪৯ করে।
আন্তর্জাতিক অঙ্গনে টেস্টে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড অবশ্য ব্রেন্ডন ম্যাককালামের। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক সেঞ্চুরি করেছিলেন ৫৪ বলে, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চে।