খেলার খবর: নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ যাত্রার জন্য দল বাছাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার আসন্ন ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি।
মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে বিশ্বকাপ দলে অভিজ্ঞ ও গত বছরের নিয়মিত মুখদেরই জায়গা মিলেছে। চমক বলতে স্পিন বল করার সামর্থ্য রাখা ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতের ঢুকে পড়া।
পেসার তাসকিন আহমেদ পুরোপুরি ফিট না হয়ে ওঠায় জায়গা মিলেছে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা আবু জায়েদ রাহির। এই জায়গাটির জন্য আলোচনায় ছিল আরেক পেসার শফিউল ইসলামের নামও।
ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে আছেন লিটন, তিনে ইমরুল কায়েসকে টপকে জায়গা করে নিয়েছেন সৌম্য। মিডলঅর্ডারে মিঠুন, মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ আছেন যথারীতি। লোয়ার-মিডলঅর্ডারের জন্য সাব্বির, মোসাদ্দেকের উপর ভরসা রেখেছেন নির্বাচকরা।
২৩ বছর বয়সী মোসাদ্দেক সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, ভারতের বিপক্ষে দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে। তারপর বিশ্বকাপ দল দিয়েই ফিরলেন এ আলরাউন্ডার।
স্পিন অলরাউন্ডার হিসেবে অবধারিত পছন্দ সাকিবের সঙ্গী হয়েছেন মিরাজ। সেখানে সাইফউদ্দিন একমাত্র পেস-অলরাউন্ডার।
পেসে নেতৃত্ব দিতে অধিনায়ক মাশরাফীর সঙ্গী মোস্তাফিজ, রুবেল। রাহি তাতে বাড়তি সংযোজন। ২৫ বছর বয়সী রাহি ৫টি টেস্ট ও ৩টি টি-টুয়েন্টি খেলে ফেললেও ওয়ানডেতে লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পাননি এখনও।
তবে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য বাড়তি দুজন খেলোয়াড় স্কোয়াডে যোগ করেছে বাংলাদেশ। ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি ও স্পিনার নাঈম হাসান সেদুজন।
বাংলাদেশের বিশ্বকাপ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।