নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার সরকারি চিকিৎসা সেবার সেবার মান উন্নয়নে বরাদ্দ প্রায় ১৩ কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিসহ স্বাস্থ্য খাতের সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার থেকে মাঠে নামছে নাগরিক সংগঠন নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরা।
সোমবার ১৫ এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে সংগঠনের আহ্বায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, দুদক চেয়ারম্যান, স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যানসহ সকল সদস্য বরাবর এই লুণ্ঠনের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান, সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন স্থানে পথ সভা ও লিফলেট বিতরণ, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার সাতক্ষীরা সিভিল সার্জন অফিস ঘেরাও ও বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার ১৬ এপ্রিল, ২০১৯: সাতক্ষীরা কদমতলা বাজারে বিকাল ৫:৪৫টায়, সদর হাসপাতালের মোড় সন্ধ্যা ৭টায়, সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহিদ স ম আলাউদ্দীন চত্ত্বরে রাত ৮টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আহবায়ক এড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সুধাংশু শেখর সরকার, এড. ওসমান গণি, শেখ ওবায়দুস সুলতান বাবলু, স্বপন কুমার শীল, অধ্যক্ষ শিবপদ গাইন, সায়েম ফেরদৌস মিতুল, এড. সোলাউদ্দীন ইকবাল লোদী প্রমুখ।
অন্যান্য কর্মসূচি হলো : বুধবার ১৭ এপ্রিল, ২০১৯: সাতক্ষীরা জজ কোর্ট চত্ত্বরে সকাল ৯:৪৫টায়, পুরাতন সাতক্ষীরা হাটখোলায় বিকাল ৫:৪৫টায়, সাতক্ষীরা সরকারি কলেজ মোড়ে সন্ধ্যা ৭টায়, সাতক্ষীরা ফুড অফিস মোড়ে রাত ৮টায়। বৃহস্পতিবার ১৮ এপ্রিল, ২০১৯: সাতক্ষীরা চালতেতলা মোড়ে বিকাল ৫:৪৫টায়, কুখরালী আমতলা মোড়ে সন্ধ্যা ৭টায়, ইটাগাছা চিত্ত মোড়ে রাত ৮টায়। শুক্রবার ১৯ এপ্রিল, ২০১৯: সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারে সকাল ৯টায়, সাতক্ষীরা কাটিয়া আমতলা মোড়ে বিকাল ৫:৪৫টায়, সাতক্ষীরা মিল বাজারে সন্ধ্যা ৭টায়। রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়: শনিবার ২০ এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩০টা। স্থান: সাতক্ষীরা প্রেসক্লাব। সিভিল সার্জন অফিস ঘেরাও, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, দুদক চেয়ারম্যান ও সংসদীয় স্থায়ী কমিটি বরাবর স্মারকলিপি প্রদান মঙ্গলবার ২৩ এপ্রিল, ২০১৯ সকাল ১০টায়।
সাতক্ষীরার স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে নাগরিক মঞ্চ এর সপ্তাহব্যাপি কর্মসূচি শুরু
পূর্ববর্তী পোস্ট