প্রেস বিজ্ঞপ্তি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রচারনা শুরুর লক্ষ্যে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লাবসা ইউনিয়ন থেকে ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম।
শুক্রবার বিকালে বিনেরপোতাস্থ নিজস্ব কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিমযয়ের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন নাসির, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক আনারুল ইসলাম, মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হক,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক , সাইফুল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম, জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম, আগরদাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন সিরাজী, লাবসা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সদস্য সচিব আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ছোটো, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, পৌর ছাত্রদলের আহবায়ক হাজী আয়ুব আলী, সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদুল বাশার, শহর ছাত্রদলের আমিনুর রহমান সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বৃন্দ।
এ সময় আব্দুল আলিম চেয়ারম্যান বলেন ধানের শীষ আমাদের শেষ ঠিকানা, আমাদের এই আসন জনাব তারেক রহমানকে আমরা উপহার দিতে চাই। আমরা ব্যক্তিকে নই, ধানের শীর্ষকে বিজয়ী করবো। আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলকে এক সাথে মাঠে নামতে হবে ধানের শীষকে বিজয়ী করার জন্য। আজ থেকেই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য নিজের সমর্থিত সকল নেতা-কর্মীকে কাজ করার আহ্বান জানান তিনি।

