বিদেশের খবর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি শরিক দল আকালির প্রধান প্রকাশ সিং বাদলের পা ছুঁয়ে প্রণাম করেছেন। শরিক দলের প্রধানের পা ছুঁয়ে প্রণাম করায় সবমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছেন মোদি।
শুধু তাই নয় জনসাধারণের কাছে সম্মানিত এবং ব্যাপক বাহবা পাচ্ছেন তিনি।
দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে শুক্রবার মোদি বারানসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেন। এ সময় দলের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন শরিক দলের প্রধানরাও।
মনোনয়ন জমা দেয়ার সময় তিনি অকালি দলের প্রধান প্রকাশ সিং বাদলের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। যদিও মোদির থেকে বয়সে অনেকটাই বড় প্রকাশ সিং বাদল।
৯৩ বছর বয়স্ক এই নেতাকে এভাবে সম্মান জানানোয় প্রকাশ সিং বাদল ব্যাপক খুশি হন। শুধু অকালি দলের প্রধানকেই নয়, মনোনয়নে বিজেপি প্রস্তাবক ৯২ বছরের অন্নপূর্ণা শুক্লাকেও পায়ে ছুঁয়ে প্রণাম করেন মোদি।
ভারতের মতো এত বড় একটি দেশের প্রধানমন্ত্রী হয়েও যেভাবে শরিক দলের প্রধানের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন তাতে প্রশংসিত হয়েছেন মোদি।
মোদির এই আচরণের ফলে তাকে বাহবা দিতে শুরু করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে কংগ্রেস দলের সঙ্গে তুলনা।