কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্ত মঞ্চে ৪০তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে মুক্ত মঞ্চ প্রাঙ্গনে এক মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ্ব আব্দুল গণি। পরে মুক্ত মঞ্চে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেটের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবহাটা সরকারী বিবিএমপি ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ টি, বিজ্ঞান ক্লাব ১ টি ও ডেরার ১ টি মোট ১৮ টি স্টল প্রদর্শন করছে।
দেবহাটায় ৪০তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ উদযাপনের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট