ডেস্ক: আফ্রিদির ব্যাটিং তাণ্ডবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ২ উইকেটে হারিয়েছে সাকিব-তামিমদের পেশাওয়ার জালমি। দুর্দান্ত ব্যাটিংয়ে ২৩ বলে ৪৫ রান করে শেষ ওভারে দলের জয় নিশ্চিত করেন আফ্রিদি।
শেষ ওভারে দরকার ছিল ৭ রান। কোয়েটার অধিনায়ক মাহমুদুল্লাহকে বল তুলে দেন। কিন্তু আস্থা রাখতে পারেননি এই অফ স্পিনার। প্রথম দুই বলেই বাউন্ডারি খেলে হেরে যায় তার দল।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ১২৮ রানেই অলআউট হয়ে যায় কোয়েটা।
শুরুতেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় কোয়েটা। এরপর কেভিন পিটারসেন (৪৩ বলে ৪১) ও রাইলি রুশোর (৩৪ বলে ৩৮) ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় দলটি। এই দুই জনের বাইরে দুই অঙ্কে যান কেবল মোহাম্মদ নওয়াজ।
মোহাম্মদ আসগর ৩৩ রানে নেন ৩ উইকেট। হাসান আলি ২ উইকেট নেন ২২ রানে। সাকিব ২৫ রানে নেন ১ উইকেট।
এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মাহমুদউল্লাহ। শেষের দিকে নেমে শূন্য রানেই বোল্ড হয়ে ফিরেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে বল হাতে এদিনও দুর্দান্ত ছিলেন তিনি। ৩.২ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মাহমুদুল্লাহ।
লক্ষ্যে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পেশাওয়ার। সপ্তম ওভারে তামিমকে (১৩ বলে ৭) ফিরিয়ে ৩৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মাহমুদউল্লাহ। ১ বলে ১ রান করে রান আউট হন সাকিব।
পরপর দুই বলে শোয়েব মাকসুদ ও ড্যারেন স্যামিকে ফিরিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান মাহমুদউল্লাহ। হ্যাটট্রিক প্রায় হয়েই যাচ্ছিল। অল্পের জন্য ফিল্ডারের হাতে যায়নি আফ্রিদির ক্যাচ।
শেষ পর্যন্ত এই অলরাউন্ডারের ৩টি করে ছক্কা-চারে গড়া ২৩ বল স্থায়ী ৪৫ রানের দারুণ ইনিংসে নাটকীয় জয় তুলে নেয় দলটি।