মানুষ মানুষের জন্য। সকলের সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি নির্মল হাঁসি, এক অসহায় মায়ের কোল। গরিব অসহায় ভ্যান চালকের কন্যা বিথি(১৫)। সে শহরের চালতেতলাস্থ কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। তার পিতার ভ্যান চালক হাফিজুল ইসলাম। পিতার সামান্য আয়ের তাদের সংসারই ঠিকমত চলে না। যে কারণে তার মাতাকেও অন্যের বাড়িতে কাজ করতে হয়। ভাগ্যের নির্মম পরিহাসে বিথি হার্ডলিক হয়ে যায়। বহু কষ্টে অর্থ উপার্জন করে এপর্যন্ত তার চিকিৎসা করিয়েছেন। কিন্তু দ্রুত হার্ট
অপারেশন করতে না পারলে তাকে আর বাঁচানো যাবে না। অপারেশণ করতে প্রায় ৩লক্ষাধিক টাকার প্রয়োজন। যা তার গরিব পিতা-মাতার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই অসহায় পরিবারটি কন্যার সুচিকিৎসার জন্য তাকিয়ে আছেন সমাজের দানবীর মানুষের দিকে। সকলের সামান্য সহযোগিতা পেলে হয়তো বিথি আবারো সকলের মত হেঁসে খেলে সুন্দর জীবন যাপন করতে পারবে। তাকে সাহার্য্য পাঠাতে যোগাযোগ করুন শাহানারা খাতুন (মাতা) বিকাশ নং- ০১৯১৭ ৮৬৮২৩৩ ।
প্রেস বিজ্ঞপ্তি