নিজস্ব প্রতিবেদক : ‘প্রবীণের আছে আলোর ভান্ডার বার্ধক্য পারে না আনতে আধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিনার ও পূর্নমিলনী -২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক ডা: সুশান্ত ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সেরাজুল হক। প্রবীণ সমাজের ক্রমবিকাশ ও বাংলাদেশ প্রেক্ষিত বিষয়ে প্রবন্ধ উপাস্থাপন করেন সাবেক মন্ত্রী ডা: আফতাবুজ্জামান, অধ্যক্ষ আব্দুল হামিদ, সাবেক উপ-সচিব আব্দুল হামিদ, মো. হাদিউজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে প্রবীণ বার্তা প্রকাশনার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পল্টু বাশার।
পূর্ববর্তী পোস্ট