নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জেলা পর্যায়ে দ্বিতীয় ইসু মিয়া স্মৃতি এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মীর ইশরাক আলী ইসু মিয়ার কনিষ্ঠ পুত্র সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘মীর ইশরাক আলী ইসু মিয়া ছিলেন সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নের দিকপাল। নিজ কর্ম ও গুণের মাধ্যমে আজো মীর ইশরাক আলী ইসু মিয়া মানুষের হৃদয়ে স্মরনীয় হয়ে বেঁচে আছেন। মানুষ মারা গেলেও তার স্মৃতি ও স্বপ্ন মরেনা। আমি তার সন্তান হয়ে তার স্বপ্ন ও আশা আকাঙ্খা বাস্তবে রুপ দিতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জেলার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি এবং যতদিন বেঁচে আছি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব। তিনি আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান একজন গুণী মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য’।
বিভিন্ন ক্যাটাগরীতে মোট ৫০ টি ইভেন্টে এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে স্কুল ও কলেজ এবং বিভিন্ন বয়সের ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আওয়ামীলীগ নেতা সৈয়দ হায়দার আলী তোতা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা ও পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক শেখ আব্দুল কাদের, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, পৌর কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান খোকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ হেদায়েতুল ইসলাম, শাম্মু চেীধুরীসহ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। ৪ মার্চ শনিবার বিকালে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু।
পূর্ববর্তী পোস্ট