ডেস্ক: সারাদেশে বজ্রপাতসহ বৃষ্টি হবে এবং তা গড়াবে সোমবার অব্দি। ঢাকার আকাশের মত দেশের অন্যান্য এলাকাও হালকা মেঘাচ্ছন্ন। আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবারে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা ৪০ ভাগ। হতে পারে ১ মিলিমিটার বৃষ্টিপাত। রাত নাগাদ এটা বেড়ে হবে ৬০ ভাগ।
রবিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ ভাগ এবং পরিমাণও এলাকাভেদে ৫ থেকে ১০ মিলিমিটার। আগামী ১৩ মার্চ পর্যন্ত রোজ এভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস জানাচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া নেটওয়ার্কগুলো।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এই দিনগুলোতে হালকা থেকে মাঝারি দমকা হাওয়া ও বজ্রপাত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।