তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় দূরারোগ্য রোগে আক্রান্ত প্রতিবন্ধি শিশু ফাইম শেখ (৬) বাঁচতে চায়। সে তালা উপজেলার শিরাশুনী গ্রামের মোঃ বিল্লাল শেখের পুত্র।
ফাইম শেখের মা রেখসোনা বেগম জানান, এক ছেলে ও এক মেয়ের মধ্যে ফাইম সবার ছোট। দু’সন্তানকেই শিরাশুনী গ্রামে বাবার বাড়িতে রেখে ইটের ভাটায় শ্রমিকের কাজ করে স্বামী-স্ত্রী (ফাইমের মা-বাবা)। জন্ম থেকেই পুরুষাঙ্গে কোন ছিদ্র না থাকায় ঠিকমতো প্রসাব করতে পারেনা সে। পুরুষাঙ্গের গোড়া দিয়ে প্রসাব বের হয় তাঁর। মাঝে মাঝে যন্ত্রণায় ছটফট করে সে। দিনে দিনে সমস্যা বেড়েই চলেছে। এছাড়া জন্ম থেকেই ফাইমের ডান পা ও ডান হাত খাটো, মুখ ও মাথা কিছুুটা বড়। খুলনা ও সাতক্ষীরার বেশ কয়েকজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ-পত্র খাওয়ানো হচ্ছে। অন্ধ বিশ্বাসে অনেক কবিরাজের কাছ থেকে ঝাঁড়-ফুক করানো হচ্ছে। কিন্তু অপারেশন ছাড়া কোনভাবেই ফাইমের আরোগ্য লাভ হবেনা বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফাইমের চিকিৎসার জন্য আড়াই থেকে তিন লক্ষ টাকার প্রয়োজন। যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও দয়ালু ব্যক্তিদের সাহায্য কামনা করেছে ফাইমের পরিবার। এজন্য ফাইমের পরিবার ০১৯৬২-৬৯২৫৮৩ এবং ০১৯৫৬-১৩২২৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
পূর্ববর্তী পোস্ট