খেলার খবর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরেছে টাইগাররা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে বিশ্বের তারকা সব ব্যাটসম্যানকে এখন পর্যন্ত ছাপিয়ে গেছেন সাকিব। পিছিয়ে নেয় মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমও।
গতকাল শনিবার বিশ্বকাপের ১৩তম ম্যাচটি শেষ হয়েছে। এই ম্যাচটি পর্যন্ত সর্বাধিক রানে শীর্ষে ৩টি ম্যাচ খেলা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (২৬০)। সমান ম্যাচ খেললেও সাকিবের চেয়ে ৪৫ রানে পিছিয়ে আছেন ইংল্যান্ডের জেসন রয়। পরের দুই ব্যাটসম্যানও ইংল্যান্ডের জস বাটলার (১৮৫) ও জো রুট (১৭৯)। তবে পাঁচ নম্বরে আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম (১৪১)।
এবারের বিশ্বকাপে তিন ম্যাচে সাকিবের রান যথাক্রমে ৭৫ (দক্ষিণ আফ্রিকা), ৬৪ (নিউজিল্যান্ড), ১২১ (ইংল্যান্ড)। শুধু তাই নয়, বল হাতে নিয়েছেন আরও তিন উইকেট।