নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার কৃতি সন্তান স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তী খেলোয়াড় ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক (হাজী খালেক) গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহে……….. রাজেউন)।
তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুরে। তিনি স্থায়ীভাবে শহরের কাটিয়া লস্করপাড়ায় বসবাস করতেন।
তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে ফুটবল খেলোয়াড় হিসেবে অবদানের জন্য তাকে ওস্বাধীন বাংলা ফুটবল দলকে বিশেষ সম্মাননা জানানো হয়েছিল। তার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসাসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।
মুক্তিযোদ্ধা হাজী খালেক এর প্রথম নামাজে জানাযা শহরের লস্করপাড়ায় আজ শনিবার জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। তার দ্বিতীয় জানাযা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। সেখানেই তাকে সমাধিত করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।