একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য রাজনীতিক ও সাংবাদিক, আওয়ামীলীগ নেতা সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য শহীদ স ম আলাউদ্দীনের ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা কৃষকলীগের পক্ষ থেকে তাঁর মাজারে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু, অর্থ সম্পাদক ঘোষ প্রদ্যুত কুমার, সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগের সভাপতি মোঃ শামছুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ মোঃ আনারুল ইসলাম, তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মঈনুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ মতিয়ার রহমান, অর্থ সম্পাদক শেখ জিল্লুর রহমান বাবলু, সাতক্ষীরা পৌর ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ ওবায়দুল্লাহ ইসলাম সহ কৃষকলীগের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা পৌর কৃষকলীগের সভাপতি মোঃ শামছুজ্জামান জুয়েলের পরিচালনায় মাজারে দোয়া অনুষ্ঠান শেষে শহীদ স ম আলাউদ্দীন এর গ্রামের বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কৃষকলীগের সভাপতি বলেন, সাতক্ষীরায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে শহীদ আলাউদ্দীন হত্যার বিচার হতেই হবে। শহীদ আলাউদ্দীনের রক্ত কৃষকলীগের নেতাকর্মীরা বৃথা যেতে দেবেনা। তাঁর হত্যার বিচার তরান্বিত করতে কৃষকলীগের নেতাকর্মীরা আগামীতে সাতক্ষীরায় দূর্বার গণ আন্দোলন গড়ে তুলবে। প্রেস বিজ্ঞপ্তি
শহীদ আলাউদ্দীন মাজারে কৃষকলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পন
পূর্ববর্তী পোস্ট