নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেওয়ার পরে জেলার আশাশুনি উপজেলার একগৃহবধু ও তার শিশু সন্তানের সন্ধান মিলছে না। এমনকি মোবাইলেও যোগাযোগ পাওয়া যাচ্ছে না। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারন ডায়েরি করেছে নিখোঁজের পরিবার।
সূত্র জানায়, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে গত ১৬ জুন সন্ধ্যা ৬ টার সময় সাতক্ষীরা শহরে আসেন জেলার আশাশুনি উপজেলার রুইয়ার বিল এলাকার মাছুদ রানা’র স্ত্রী মনিরা খাতুন (২৭) এসময় তার সাথে ছিলো তার শিশু পুত্র মাহি (৬)। দুইজনই সাতক্ষীরা শহরে আসার পরে পরিবহন যোগে ঢাকায় যাওয়ার কথা ছিলো। কিন্তু সাতক্ষীরা শহরে আসার পরে তাদের সাথে কোন ধরনের যোগাযোগ করতে পারেনি তাদের পরিবার।
এমনকি ঐ দিন সন্ধ্যার সময় এ.কে ট্রাভেল্স পরিবহন যোগে ঢাকায় যাওয়ার কথা ছিলো মনিরা খাতুনের কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, সে ঢাকায় যায় নি। বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজখবর নিয়েও মনিরা খাতুন’র কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান তার ভাই মিথুন পারভেজ। নিরুপায় হয়ে মনিরা খাতুনের ভাই আশাশুনি উপজেলার কল্যাণপুর এলাকার মোঃ মিথুন পারভেজ (২৯) বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারন ডায়েরী করেন যার জিডি নং- ৯০৭, তাং- ১৭/০৬/২০১৯ ইং।
জিডি সূত্রে জানা গেছে, মনিরা খাতুন (২৭),স্বামী- মাছুদ রানা, সাং- রুইয়ার বিল, থানা- আশাশুনি, বয়স ২৭, গায়ের রং- শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান ৫ ফুট ২ ইঞ্চি হইবে, পরনে কালো রঙের বোরকা পরা ছিলো। তার কাছে মোবাইল সেট আছে। যার নং- ০১৬৪৫-১৯৭৯৩৭, ০১৯০৭-৪৩১১১৬ ও ০১৬৫০-২৭২১৩০। এব্যাপারে মিথুন পারভেজ আরো জানান, আমার বোনের মোবাইলে রিং দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তার শিশু পুত্র মাহি (৬) সাথে আছে। বোনসহ বোনের সন্তানের সন্ধান পাওয়া গেলে মোঃ মিথুন পারভেজ ০১৭১৮-১০১৫১১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।
সন্ধান মিলছে না আশাশুনির গৃহবধু ও তার শিশু সন্তানের
পূর্ববর্তী পোস্ট