কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় শত শত গ্রাহক পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে দিশেহারা হয়ে উঠেছে। এনিয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এলাকাবাসী লিখিত ভাবে গণ স্বাক্ষরিত এক অভিযোগ পত্র দাখিল করেছে।
জানা গেছে, উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আবাসিক গ্রাহকদের জুন মাসের বিদ্যুৎ বিল দেয়ার আগে বিদ্যুৎ অফিসের কোন কর্মচারী গ্রাহকের বাড়িতে মিটার চেক করতে বা মিটারে কত ইউনিট উঠেছে তা চেক করতে আসেনি। অথচ তারা জুন মাসের বিদ্যুৎ বিল পেয়েছেন। প্রত্যেকটা বিলে গত মাসের চেয়ে ২/৩ গুন বিল বেশি লিখে দিয়েছে। গ্রাহকরা বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়ে মিটার সাথে মিলিয়ে দেখেন যে বর্তমান মিটারের ইউনিটের সাথে বিলের কাগজের কোন মিল নেই। এ কারনে পল্লী বিদ্যুতের গ্রাহকরা ভৌতিক বিলে দিশেহারা হয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ দিয়েছেন।