নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা বৈকারী সীমান্তে মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন তথ্য কর্ণার এবং প্রবাসী কল্যাণ ডেস্কের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার সীমান্তবর্তী বৈকারী ইউনিয়ন পরিষদে মানবপাচার প্রতিরোধ কমিটির আয়োজনে আশাশ’ প্রকল্পের উদ্যোগে সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল-এর সহায়তায় রুপান্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান।
এসময় উপস্থিত ছিলেন, বৈকারী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল,বৈকারী ইউনিয়ন পরিষদের সচিব মনতোষ কুমার মন্ডল,প্রবাসী কল্যাণ ডেস্কে পরামর্শ দাতা রেজাওয়ানুল্লাহ রাজু, আশাশ প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, ও মাহবুব সহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত এলাকায় মানবপাচারের ঝুঁকি তুলনামূলক বেশি। তাই জনগণকে সচেতন করার পাশাপাশি বৈধ পথে বিদেশে যাওয়ার প্রক্রিয়া নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ডেস্ক কার্যকর ভূমিকা রাখবে। এ ডেস্কের মাধ্যমে মানবপাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, বিদেশে কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত নানা সেবা পাওয়া যাবে।
বক্তারা আরোও বলেন, পাচারকারীরা প্রলোভন দেখিয়ে মানুষকে বিপদে ফেলে দেয়। তাই যে কোনো প্রকার সন্দেহজনক প্রস্তাব বা অফারের ক্ষেত্রে সতর্ক থেকে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদ ও প্রশাসনকে অবহিত করতে হবে।