আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কাদাকাটিতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এ র্যালীটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পরিষদ চত্বরে এস শেষ হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালীটির শুভ উদ্বোধন করেন, ইউপি সচিব মনজুরুল ইসলাম। গ্রাম আদালত সহকারী মহেশ চন্দ্র মন্ডলের সার্বিক সহযোগিতায় র্যালীটি পরিচালনা করেন, ইউপি সদস্য শাহ গোলাম মোস্তফা। এসময় গ্রাম পুলিশবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল পর্যায়ের নারী পুরুষবৃন্দ র্যালীতে অংশগ্রহণ করেন। একই দিনে গ্রাম আদালতের পক্ষ থেকে কাদাকাটি ইউপির গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করা হয়।
আশাশুনিতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে র্যালি
পূর্ববর্তী পোস্ট