খেলার খবর: ভারতের কাছে হেরে সেমির পথ একেবারে বন্ধ! পাকিস্তানের কাছে ম্যাচ হাতছাড়া করে বিশ্বকাপ মিশন শেষ। দুই হারেই আছে ফিল্ডিংয়ের বড় দায়। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খুব যেয়ে হার, অজিদের বড় সংগ্রহ গড়তে দেয়া, টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে পিঠে গুরুত্বপূর্ণ এমন কয়েকটি ম্যাচে বাজে ফিল্ডিংয়ে ডুবেছে দল। সবশেষে তাই ফিল্ডিংয়ের জন্য হতাশাই ঝরল মাশরাফী বিন মোর্ত্তজার কণ্ঠে।
লর্ডসে শুক্রবারের হারের পর পুরস্কার বিতরণীর মঞ্চে মাশরাফী ফিল্ডিং নিয়ে বললেন, ‘কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের ফিল্ডিং ভালো ছিল না। এটি আমাদের চরমভাবে ডুবিয়েছে। আমাদের ব্যাটিং ছিল দুর্দান্ত।’
বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট মোস্তাফিজুর রহমানের। ভারত-পাকিস্তান ম্যাচে টানা দুবার পেয়েছেন ৫টি করে উইকেট। ম্যাচ শেষে সাকিবের অকুণ্ঠ প্রশংসার মতো তাই মোস্তাফিজকে নিয়েও আলাদা করে বলতে হল মাশরাফীকে।
‘ক্যারিয়ারের শুরুতে মোস্তাফিজকে খেলা কঠিন ছিল। সে ইনজুরিতে পড়েছিল। তবে আমাদের গত আয়ারল্যান্ড সফর থেকেই দারুণ বোলিং করে আসছে। আশা করি ভবিষ্যতে আর ইনজুরিতে পড়বে না। সে বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ।’