নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ায় জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে নীলডুমুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জেলে ফারুক হোসেন (৩৫) কালিগঞ্জ উপজেলার বন্দোকাটি গ্রামের মৃত শহীদ মোড়লের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাফিজুর রহমান জানান, খোলপেটুয়া নদীতে মাছ ধরতে গিয়ে সোমবার বেলা ১১ টার দিকে পায়ে জালের রশি জড়িয়ে নদীতে তলিয়ে যায় ফারুক হোসেন। তার সঙ্গীরা অনেক খোজাখুজি করে উদ্ধারের চেষ্টা করেও ব্যার্থ হয়। পরে ফায়ার সার্ভিসও চেষ্টা করে ব্যার্থ হয়। তিনি বলেন, মঙ্গলবার সকালে নীলডুমুর বিজিবি ক্যাম্প এলাকায় নদীতে ফারুকের মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
২৩.০৭.১৯