মানিপ্লান্ট নামের গুল্মের সাথে আমরা আগে থেকেই পরিচিত। নামে টাকার গাছ হলেও এতে কোন টাকা জন্মে না। তবে ঘরের স্নিগ্ধতা বজায় রাখে এই ছোট ছোট গাছ।
আমাদের শ্বাস-প্রশ্বাসের সাথে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। ঘরে বাইরে সারাদিন ভ্রমণ করে আরও বেশি রোগ-জীবাণু আমাদের ঘরে প্রবেশ করে। এসব জীবাণু থেকে রক্ষা পেতে আমাদের ঘরে অক্সিজেনের প্রয়োজন। এক্ষেত্রে গাছের থেকে ভাল আর কি বা হতে পারে।
আপনার ঘর এবং অফিসের পরিবেশ সুন্দর করার জন্য কিছু ছোট ছোট মানিপ্লান্টের গাছ লাগাতে পারেন। যেমন- অর্কিড, বনসাই, ডেকোরেশন গাছ, পাতাবাহার, ক্যাকটাস, অ্যালোভেরা, থানকুনিসহ বিভিন্ন ধরনের গাছ। গাছের ধরন বুঝে কোন গাছ কোথায় রাখতে হবে তা ঠিক করতে হবে। কোন গাছটা ড্রইং রুমে রাখলে বেশি মানিয়ে নিবে, কনটি বেলকুনিতে বা কোনটি বেডরুমে ভাল লাগবে তা ঠিক করতে হবে।