শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওয়াশ প্রযুক্তির কার্যকারিতা ও স্থায়ীত্বশীলতায় ইউনিয়ন ওয়াটসন কমিটির দায়িত্ব ও ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের সহযোগিতায় ,সুশীলন সংস্থার আয়োজনে ওয়াশ প্রকল্পের আওতায় এ ট্রেনিং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের- প্রজেক্ট অফিসার নীরেন্দ্রনাথ রায়, প্রধান শিক্ষক আশরাফ হোসেন, ইউপি সদস্য মোঃ আকবর হোসেন, মোঃ ফজলুল হক, সেলিনা সাঈদ, উৎপল জোর্য়াদার। প্রশিক্ষনে দুইটি দলে ভাগ করে উপস্থিত সদস্যবৃন্দ ওয়াটসন কমিটির দায়িত্ব ও ভূমিকা বিষয়ক দলীয় কাজ করে উপস্থাপন করেন। পরিশেষে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল সমাপনী বক্তব্য প্রদান করে প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন। প্রশিক্ষন কার্যক্রম সঞ্চালনা করেন ওয়াশ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সাধন সরকার।
পূর্ববর্তী পোস্ট