আশাশুনি ব্যুরো: দেশব্যাপী মশা নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে আশাশুনির বিভিন্নস্থানে “ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিচ্ছন্নতার বিকল্প নাই” এই শ্লোগানকে সামনে রেখে জনসচেতনতা মূলক র্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বড়দল ভূমি অফিস: সোমবার বেলা ১১ টায় বড়দল ভূমি কর্মকর্তা রনজিত কুমার এর উদ্যোগে ভূমি অফিস থেকে র্যালী বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের নেতৃত্বে এসময় ভিপি সহকারী নুরুল ইসলাম, সার্ভেয়ার অমল ঘোষ, বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকের গাজী, বীরমুক্তিযোদ্ধা আকবর গাজী, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিটু সহ সিপিপির সদস্যবৃন্দ, বড়দল বন্ধু কল্যাণ সমিতির সদস্যবৃন্দ ও বড়দল বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানানো হয়। সাথে সাথে ডেঙ্গুজ্বর সম্পর্কে অপপ্রচার না চালিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহন এবং মশার কামড় থেকে আত্মরক্ষায় মশারির ব্যবহারসহ যথাযথ ব্যবস্থা বজায় রাখতে সতর্ক করা হয়।
কাদাকাটি ইউনিয়ন সিপিপি: সোমবার সকাল ১০ টায় কাদাকাটি ইউনিয়ন ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটি (সিপিপি) এর আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালী বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকারের নেতৃত্বে এসময় আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, ইউপি সচিব মনজুরুল ইসলাম, ইউপি সদস্য আবু হাসান বাবু, শাশ্বতী সরকার সহ সিপিপি সদস্যবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে মশা নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ক র্যালি
পূর্ববর্তী পোস্ট