দেবহাটা ব্যুরো : দেবহাটার বহেরা ইটের ভাটা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ট্রাকে অবস্থানকারী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও হেল্পার আহত হয়েছে। নিহত ব্যক্তি পাবনার সুজানগর উপজেলার মৃত আবেদ আলীর ছেলে মাছ ব্যবসায়ী ফিরোজ শেখ (৪৬)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রোববার সকাল ৫:৩০টার দিকে কালিগঞ্জ থেকে সাতক্ষীরা দিকে যাওয়ার পথে বহেরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে যায়। এসময় ঢাকা মেট্রো ট ১৬-৬১৯৩ ট্রাকটি একটি গাছের সাথে ধাক্কা দিলে ট্রাকের যাত্রী ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। একই সাথে ড্রাইভার ও হেলপার আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।