আশাশুনি ব্যুরো: দেশ ব্যাপী ছড়িয়ে পড়া ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশার লার্ভা নিধনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের উদ্দ্যোগে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। “নিজে বাচুন, অপরকে বাঁচান” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দিন ব্যাপী লিফলেট বিতরণ করা হয়। জেলা পরিষদের পক্ষে লিফলেট বিতরণের সাথে একাত্বতা ঘোষনা করেন জেলা পরিষদ সদস্য মোঃ মহিতুর রহমান। রুহুল আমিন রোলের দলিল লেখার সেরেস্থার সৌজন্য উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, আবাসিক এলাকা ও অফিসে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, জয়যাত্রা টেলিভিশনের আঞ্চলিক প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চল, সহ সভাপতি শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, সদস্য বিএম আলাউদ্দীন, দলিল লেখক সমিতির উপদেষ্টা নিরাপদ মন্ডল, জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মনিরুল ইসলাম প্রমুখ। অপরদিকে লিফলেট বিতরনের পাশাপাশি জেলা পরিষদের উদ্যোগে উপজেলা সদরের বিভিন্ন স্থানে মশা নিধন স্প্রে ছিটানো হয়।
আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ডেঙ্গু জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ
পূর্ববর্তী পোস্ট