নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরাস্থ দৈনিক কালের চিত্র, দৈনিক পত্রদূত, দৈনিক দৃষ্টিপাত ও দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রোববার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ। সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপির পরিচালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারি, আনিসুর রহিম,মোজাফফর রহমান, ইন্ডিপেনডেন্টস টিভির সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল কাশেম, বরুন ব্যানার্জি, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরি পল্টু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে তাদের কলম স্তব্ধ করার যে অশুভ পায়তারা চলছে তার পরিমাণ ভালো হবে না। সাংবাদিকরা তথ্য প্রমান ছাড়া কোন সংবাদ পরিবেশন করে না। এই সংবাদে কেউ সংক্ষুব্ধ হয়ে থাকলে তিনি প্রতিবাদ জানাতে পারতেন, প্রেস কাউন্সিলে অভিযোগ দিতে পারতেন। কিন্তু তা না করে ডিজিটাল নিরাপত্তা আইনে ও মানহািন মামলা করে সত্যনিষ্ঠ সাংবাদিকতায় অন্তরায়ের সৃষ্টি করা হয়েছে। মামলা দিয়ে সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টির ফল ভালো হবে না বলেও উল্লেখ করেন তারা। এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করায় স্থানীয় ৪টি পত্রিকার নামে মিথ্যা মামলা তীব্র নিন্দা জানান এবং সাতক্ষীরায় চেকিংয়ের নামে ট্রাফিক পুলিশ কর্তৃক সাংবাদিকদের হয়রানি বন্ধের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন বক্তারা।
সাতক্ষীরার ৪টি পত্রিকার নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট