বিনোদন সংবাদ: চ্যানেল আইয়ের আয়োজনে চলছে ‘কে হবে মাসুদ রানা?’। আগামী সপ্তাহে এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আর এতে পরিবেশনায় অংশ নেবেন অভিনেতা ফেরদৌস আহমেদ, নায়িকা পূর্ণিমা ও লাক্স তারকা-নায়িকা বিদ্যা সিনহা মিম।
এটি কোরিওগ্রাফি করছেন তানজিল আলম। এদিকে জানা যায়, প্রতিযোগিতার সেরা তিনে আছেন রাসেল, জুনায়েদ ও সাজ্জাদ। তাদের সঙ্গেই মঞ্চে আসবেন তিন তারকা।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমি চাই নতুনদের প্রাণবন্ত রাখতে এবং উৎসাহ প্রদান করতে। তাই মঞ্চে তাদের জন্য পারফর্ম করবো।’
পূর্ণিমা বলেন, ‘চ্যানেল আই সবসময়েই নতুনত্ব নিয়ে কাজ করে যাচ্ছে এবং এজন্যই বহুবিধ কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে । নতুনদের অনুপ্রাণিত করতেই তানজিলের কোরিওগ্রাফিতে আমার এক অসাধারণ পারফরম্যান্স নিয়ে আসছি।’
আয়োজনের সেরাজন অভিনয় করবেন ইমপ্রেস টেলিছবির চলচ্চিত্র সিরিজ ‘মাসুদ রানা’তে। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত এ চরিত্র পর্দায় আনছেন তারা।