মোস্তাফিজুর রহমান, আশাশুনি ব্যুরো: আশাশুনি থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টের দুই আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে পিএসআই সঞ্জীব সমদ্দার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মিত মামলা ২৫(০৯)/১৯ এর এজাহার নামীয় আসামী খাজরা গ্রামের গোলাপ মোল্যার ছেলে জবেদ আলী মোল্যা কে বুধবার রাতে খাজরা এলাকা হতে আটক করেন। অপরদিকে, এএসআই জয়নাল মোল্লা সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-১৪৪/১৭ (সাজাপ্রাপ্ত) (ওয়ারেন্ট) মূলে লাঙ্গলদাড়িয়া (মোল্লাপাড়া) গ্রামের মৃত আব্দুল আজিজ মল্লিক এর ছেলে রফিউল আলম ওরফে রুস্তম মল্লিক কে লাঙ্গলদাড়িয়া এলাকা হতে বুধবার রাতে আটক করেন। আটককৃতদেরকে বৃহস্পতিবার চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আশাশুনিতে ওয়ারেন্টের ২ আসামি গ্রেফতার
পূর্ববর্তী পোস্ট

