নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতায় মনোমুগ্ধকর ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার সহযোগিতায় এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন সাড়াদান ও দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলেন কলাকুশলীরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন শেখ আবু শাহীন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, ডব্লিউএফপির বিভাগীয় কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন সাড়াদান ও দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম নিয়ে আজকের এই মহড়া জনসচেতনতায় ব্যাপক ভূমিকা পালন করবে। সরকার দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সর্বত্র সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে। ফলে এখন দুর্যোগে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কম হচ্ছে। আমাদের সার্বিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্য দিনের সঙ্গী। তাই দুর্যোগ মোকাবেলায় সকলকে সর্তক হতে হবে, এগিয়ে আসতে হবে। তাহলেই দুর্যোগ মোকাবেলা সহজ হবে।
অনুষ্ঠানে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।