প্রেস বিজ্ঞপ্তি : ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটাতে কৃষকরা অল্প জমিতে অধিক ফলন ফলাতে ব্যস্ত। কোনদিকে না তাকিয়ে তারা জমিতে বুনছেন হাইব্রীড বীজ। ফসলের পরিমান কম না হলেও সার ও কীটনাশক কিনতেই জীবন ওষ্ঠাগত কৃষকদের। তাছাড়া একদিকে যেমন ফসলে বিষাক্ততা ছড়াচ্ছে, অন্যদিকে তেমনি মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। এত সব করতে গিয়ে আমরা হারিয়ে ফেলছি আমাদের নিজস্বতা; দেশি বীজ। সব মিলিয়ে বাংলাদেশের কৃষিতে দেশীয় প্রজাতির বীজের ব্যবহার অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফ) এর আয়োজনে কৃষকদের মাঝে দেশি বীজ সংরক্ষণ কৌশল ও পরিবেশবান্ধব চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত বক্তারা এই কথা বলেন।
গত ১৬ অক্টোবর ২০১৯ বুধবার সকাল ১১ টায় খুলনা জেলার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের ইউনিয়নে উত্তর বাণিশান্তা গ্রামে দেশি বীজ সংরক্ষণ ও পরিবেশবান্ধব চাষাবাদের উপর প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় কৃষকদের বিভিন্ন বিষয়ে শেখানো হয় যেমন; কেন এবং কিভাবে স্থানীয় উপায়ে দেশি বীজ সংরক্ষণ করতে হয়, দেশি বীজে চাষাবাদের পদ্ধতি, কম্পোস্ট তৈরি, জমি প্রস্তুতকরণ, বীজ সংগ্রহ ইত্যাদি। উল্লেখ্য যে, জীফ এবং বেডস্ যৌথ উদ্যোগে জাপান ট্রাস্ট ফর গ্লোবাল এনভায়রণমেন্ট (জেটিজিই) এর আর্থিক সহযোগিতায় সুন্দরবন উপকূলীয় এলাকায় স্থানীয় জাতের বীজ সংরক্ষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে কৃষি ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
এই প্রশিক্ষণ কর্মশালার অংশগ্রহণ করেন স্থানীয় ৪০ জন কৃষক, বেডস্-এর এম সাবরিন আহমেদ রতি, কপিল বিশ্বাস, প্রশান্ত দেব এবং বিশ্বজিত হাইন। কর্মশালার শেষে প্রকল্প ব্যবস্থাপক এম সাবরিন আহমেদ দেশি বীজ সংরক্ষণ ও এই বীজে চাষাবাদের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে কৃষকদের প্রতি উদাত্ত আহবান জানান।
দাকোপে কৃষকদের মাঝে দেশি বীজ সংরক্ষণ ও পরিবেশবান্ধব চাষাবাদ প্রশিক্ষণ
পূর্ববর্তী পোস্ট